প্রাপ্ত সেবা
ক. বিভিন্ন সরকারী ও বে-সরকারী স্থাপনা নিরাপত্তা প্রদান
খ. বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড এর সাথে আইন শৃংখলার মান সমণত রাখতে ভূমিকা পালন।
গ. কর্মমূখী প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন।
ঘ. গ্রাম ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রমিত্মক জনগোষ্টিকেস্যানিটেশন, চিকিৎসা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বৃক্ষ রোপন, মৎস চাষ, গবাদী পশু ও হাঁসমুরগী পালন ইত্যাদি সর্ম্পকে সম্যক ধারনা প্রদান।
ঙ. প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আইনশৃংখলা রক্ষায় ভহমিকা পালনের জন্য অংগীভূত আনসার হিসাবে চাকুরী গ্রহনের সুযোগ।
চ. প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইউনিয়ন/গ্রাম পর্যায়ে পস্নাটুন ভুক্তির সুযোগ।
সেবা পাওয়ার উপায়
বান্দরবান জেলাধীন সাতটি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় রয়েছে। উক্তকার্যালয় এবং জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বান্দরবান হতে বাংলাদেশের যেকোন নাগরিক উপরোলিস্নত সেবা সমূহ গ্রহন করিতে পারিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস